প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদী উপজেলা পরিষদের প্রথম সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন এবং উন্নয়নের অঙ্গীকার করে নবনির্বাচিত চেয়ারম্যান মঈনুজ্জামান অপু ও ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম ও মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
গতকাল সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা বলেন, আপনারা আমাদের ভোট দিয়ে জয়ী করেছেন। আমরা কথা দিচ্ছি আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকব। উল্লেখ্য, ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে তারা বিজয়ী হন।