এই দিনের ছড়া
পালের গোদা
সুবীর বসাক
চুনোপুঁটিই পড়ছে ধরা
দুদকেরই জালে
রুই-কাতলা কই লুকালো
কোন সে বিলে-খালে।
ধরতে হবে তাদের আগে
পালের গোদা যারা
আড়াল থেকে তারা যে দেয়
কলকাঠিতে নাড়া।
সারাটা দেশ করেছে আজ
দুর্নীতিতে গ্রাস
আর না দেরি থাকতে বেলা
টানতে হবে রাশ।
দুর্নীতিবাজ-দেশলুটেরা
তালিকা তার করো
নিচের থেকে না ধরে আজ
পালের গোদা ধরো।