মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

উন্নত এবং আধুনিক কুলিয়ারচর গড়ার এখনই সময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৭৬ Time View

কুলিয়ারচর প্রতিনিধি : উন্নত এবং আধুনিক কুলিয়ারচর গড়ার এখনই সময় বললেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হোসেন লিটন। গতকাল দুপুর সোয়া ২টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভায় সভাপতির বক্তব্যে এ কথা বললেন তিনি।

আবুল হোসেন লিটন বলেন, আসলে গত ১৫ বছরে বাংলাদেশ যে জায়গায় চলে গেছে আর অন্যান্য উপজেলার দিকে যদি আমরা তাকায় তাহলে, এটি অতন্ত সত্য কথা, এটা দুর্ভাগ্য হলেও সত্য, আমরা আমাদের কুলিয়ারচর উপজেলাকে সে জায়গায়, সেই মাত্রায় নিয়ে যেতে পারি নাই।

লিটন বলেন, আগামী ৫ বছর কুলিয়ারচর উপজেলাকে একটি আধুনিক উপজেলায় রুপান্তরিত করতে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিতে চায়। যারা বিগত সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসীকে সেবা দিয়ে গেছেন তাদেরই উত্তরাধিকার হিসেবে একটি উন্নত, সমৃদ্ধ উপজেলা গড়তে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়।

চেয়ারম্যান মোঃ আবুল হোসেন লিটন বলেন, আমি একটি স্লোগান দিয়ে কুলিয়ারচরে জনপ্রিয় করতে চায়, আগামী ৫ বছরের মধ্যে। সেটি হলো, “উন্নত এবং আধুনিক কুলিয়ারচর গড়ার এখনই সময়” আর এ সময়টিকেই বেচে নিতে চায় যেটি হচ্ছে উপযুক্ত সময়। যেখানে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রী আছেন, যেখানে থানা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেখানে কুলিয়ারচর উপজেলাকে একটি উন্নত এবং আধুনিক হিসেবে গড়ে তোলার এখনই সময়।

লিটন বলেন, আজ থেকে কিভাবে একটি উন্নত এবং আধুনিক কুলিয়ারচর উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি, সেই পরিকল্পনা, সেই কর্মপন্থা, কর্মকৌশল, সেই জায়গাগুলো চিহ্নিত করা রাস্তাঘাট থেকে শুরু করে পুল-কালভার্ট এবং আমাদের পৌরসভাকে আরো পরিচ্ছন্ন করা এছাড়াও এ উপজেলার ৬টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ নেতৃবৃন্দদের নিয়ে বসে তাদের সিদ্ধান্তনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে চায়।

তিনি আরও বলেন, যে ভয় থেকে জনপ্রতিনিধি হতে চায়নি জীবনে, আজকে পরিবর্তিত পরিস্থিতি, বাস্তবতা আমাকে সেই দায়িত্বে এনে দিয়েছে। আমি চেষ্টা করবো বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি আকড়ে ধরে, সমৃদ্ধ বাংলাদেশের রাজনীতি, যে রাজনীতির জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিবারাত্রি কাজ করছেন, যে রাজনীতির জন্যে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান কাজ করেছেন, যে উন্নত কুলিয়ারচরের স্বপ্ন আমার বড় ভাই মরহুম মুছা মিয়া সিআইপি দেখেছেন।

আগামী পাঁচ বছরে এ উপজেলার মানুষের জন্য একটি উন্নত, সমৃদ্ধ কুলিয়ারচর উপহার দিয়ে এই বিশ্বাসটুকু এবং সেই স্বস্থিটুকু নিয়ে যেন আমি আমার রাজনীতির পরিসমাপ্তি ঘটাতে পারি উপস্থিত সকলের কাছে সেই দোয়া কামনা করি।

উক্ত প্রথম সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহান, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, নব-নির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ ন‚রে আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান লিপি আক্তার, জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার মাস্টার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শরীফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া,

উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উছমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক আবু বাক্কার, ছয়স‚তী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মোঃ ইকবাল হোসেন, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম ও ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম আজিজ উল্লাহসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty