এফএনএস স্পোর্টস : ওয়েস্ট ইন্ডিজ গ্রেট গ্যারি সোবার্স ও দক্ষিণ আফ্রিকার লিজেন্ডারি অলরাউন্ডার জ্যাকস ক্যালিসের পর দারুণ এক কীর্তি গড়লেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। বিশ্বের তৃতীয় ও ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজার রান ও দুইশ উইকেট নিয়েছেন তিনি। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে নিজের প্রথম ওভারে কার্ক ম্যাককেঞ্জিকে ফিরিয়ে দুইশতম উইকেট নেন স্টোকস।
১০৩ টেস্ট খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন পেসার। তারও আগে ব্যাট হাতে ৩৫.৩০ গড়ে ১৩ সেঞ্চুরি ও ৩১ ফিফটিতে ৬৩২০ রান করেন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ষষ্ঠ ও প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে ১০ হাজার রান ও ৩০০ উইকেটেরও মালিক হলেন স্টোকস। ২৬০ আন্তর্জাতিক ম্যাচে স্টোকসের রান ১০ হাজার ৩৬৮ এবং উইকেট ৩০০টি। এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্ল হুপার, শ্রীলঙ্কান লিজেন্ড সনাথ জয়াসুরিয়া, ক্যালিস, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।