স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া : পাকুন্দিয়া থানার পুলিশ গতকাল (১২ জুলাই) বেলা আড়াইটার দিকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে। তার বাড়ি পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামে। হোসেনপুর থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।
চলতি বছরের ৩১ মার্চ কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নং-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ মুসল্লির ছদ্মবেশে জুম্মার নামাজের পর আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানান।