স্টাফ রিপোর্টার, নিকলী : নিকলীতে গাঁজা বিক্রয়ের সময় ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। ধৃত ফরজ আলীর (৪৫) বাড়ি নিকলী উপজেলার ষাইটধার গ্রামে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী রফিকুল ইসলাম (৩২) পালিয়ে যেতে সক্ষম হয়। তার বাড়ি একই উপজেলার খালিশারহাটি গ্রামে।
পুলিশসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে গোপনসূত্রে খবর পেয়ে নিকলী থানার এসআই মো. সোহেল সরকারের নেতৃত্বে পুলিশ ষাইটধার পশ্চিমহাটি গ্রামের আকবরের দোকানের সামনে থেকে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় বাজারের ব্যাগের ভেতরে পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজাসহ ফরজ আলীকে আটক করে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য দশ হাজার টাকা।
ধৃত ফরজ আলী পালিয়ে যাওয়া আসামির নাম রফিকুল ইসলাম বলে জানায়। এ ব্যাপারে এসআই মো. সোহেল সরকার বাদী হয়ে উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিকলী থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে আসামি ফরজ আলীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।