স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্য সংস্কৃতি সংগঠন জেগে ওঠো নরসুন্দার ২২তম বর্ষপূর্তি, সাধারণ সভা ও ১০৮০ তম সাহিত্য আসরটি ছিল বৃহত্তর ময়মনসিংহসহ কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার কবি, সাহিত্যিক ও ছড়াকারদের মিলন মেলা। দিনব্যাপী মিলন মেলায় আবৃত্তি, ছড়া, নাটক ও গানে মুখরিত ছিল অনুষ্ঠান স্থল। মনমাতানো অনুষ্ঠানটি সকল কবি সাহিত্যিক ও ছড়াকারদের হৃদয় ছুয়েছে।
গতকাল শুক্রবার সকালে হোটেল শেরাটনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২২তম বর্ষপূর্তি, সাহিত্য আসর ও সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক সাবেক সমবায় অফিসার কবি আবুল এহসান অপু। জেগে ওঠো নরসুন্দার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান ও সহকারি প্রধান শিক্ষক চামেলী দাস।
অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মারণ করেন দীর্ঘ ২২ বছরে যারা এই সংগঠনের সাথে জড়িত ছিলেন, আজ তারা পরপারে চলে গেছেন, সেই সব কবি সাহিত্যিক ছড়াকার ও লেখকদের। তারা হলেন- কবি ও লেখক অধ্যাপক প্রানেশ কুমার চৌধুরী, শিক্ষা অফিসার আতিকুল্লাহ ঢালী, প্রফেসর মোহাম্মদ আশরাফ, জিয়া উদ্দিন আহমেদ, শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, চিত্র শিল্পী এম. এ. কাইয়ুম, চিত্রশিল্পী মীর রেজাউল করিম, প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর, বিন্নাবায়দী, পিরিতির নকশা’র লেখক মহিউদ্দিন আহমেদ, ছড়াকার আব্দুস সাত্তার ভুইয়া, ডা. এম এ বারী মাস্টার, ছফুরা খাতুনসহ আরো অনেকেই। তাদের আত্মার শান্তি কামনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক কবি আব্দুল হান্নানের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন, প্রবীণ কবি সাঈদুর রহমান, মো. কামরুজ্জামান কামরুল, অ্যাডভোকেট সমর কান্তি সরকার, শহর কৃষক লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, কটিয়াদীর রুহুল আমীন রাজু, ময়মসিংহের কবি হানিফ রেজা, নান্দাইলের কবি আসাদুজ্জামান খান মুকুল, ভালুকার কবি ও ছড়াকার মোহাম্মদদ জালাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, যে ছড়া ছিলো শুধুমাত্র গ্রামীণ লোকজ জীবন-ধারণের অন্যতম প্রকাশ, সেই ছড়াসাহিত্যকে গ্রামীণ জীবনের বন্ধন থেকে মুক্তি দিয়েছে। ছড়ার ভাষা হয়ে উঠেছে রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির অন্যতম হাতিয়ার’। বাংলাদেশের আধুনিক ছড়া, প্রকৃত প্রস্তাবে, গণচেতনার ছড়া। আধুনিক ছড়া যে ঘুম পাড়ায় না, বরং ঘুম ভাঙায়, ছড়াসাহিত্য তার উজ্জ্বল প্রমাণ। অলৌকিক দৈত্য-দাব আর ভ‚ত-প্রেত নয়, নয় পরোক্ষ প্রকাশ, এসময় ছড়া সরাসরি অঙ্গীকার করলো আমাদের সমাজ ও রাজনৈতিক জীবন।
লক্ষ করলেই দেখা যাবে, গণচেতনাকে উজ্জীবিত করাই একালের ছড়াকারদের প্রধান লক্ষ্য। তাই তাঁদের সৃষ্টিকর্মে গণচেতনার কথা এসেছে সরাসরি, প্রত্যক্ষভাবে প‚র্বতন ধারার মতো রূপক বা আবরণের আশ্রয়ে নয়। কবিতা বা অন্য সাহিত্য-মাধ্যমে যা বলতে অনেক সময় ও আয়োজন লাগে, ছড়ায় তা অল্পকথায় সহজেই বলা যায় বলে ক্রমে ছড়াসাহিত্য সৃষ্টিশীল লেখকদের মনোযোগ আকর্ষণ করে। এভাবে ছড়া হয়ে উঠলো সমাজ-রাজনৈতিক বক্তব্য প্রকাশের অন্যতম উপায়।
সংগঠনের সদস্য রুমা অঞ্জলী এবং কবি ও ছড়াকার আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আসরে সংগঠনের সদস্যরা স্বরচিত কবিতা-ছড়া-গল্প, নাটক ও গান পরিবেশন করেন।
আসরের শেষদিকে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ উপস্থিত সকলের সম্মতিতে আগামী ২০২৪-২০২৫ (দুই) অর্থ বছরের জন্য ‘জেগে ওঠো নরসুন্দা’র ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন।
উপদেষ্টা পরিষদ : কবি আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, প্রফেসর রবীন্দ্র নাথ চৌধুরী, কবি খুর্শিদ উদ্দিন আহম্মদ, কবি সাঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন, মো. বোরহান উদ্দিন, প্রভাষক কায়সার আহমেদ লিংকন, মো. আবুল কাশেম ও অ্যাড. সমর কান্তি সরকার।
৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যরা হলেন-
নির্বাহী পরিচালক কবি আবুল এহসান অপু, পরিচালক সমন্বয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান, পরিচালক সংগঠন মো. শাহজাহান শাজু, পরিচালক অর্থ মোহাম্মদ শাহজাহান কবীর, পরিচালক বিনোদন শামসুল আলম শাহীন, পরিচালক দপ্তর আসাদুজ্জামান আসাদ ও পরিচালক প্রচার বিপুল মেহেদী।
কার্যকরী সদস্যরা হলেন- চামেলী দাস, হারুন অর রশিদ, রুহুল আমিন রাজু, নূর আলম গন্ধি, বাসিরুল আমিন, অধ্যাপক মো. হুমায়ুন কবীর, রুমা অঞ্জলি, গোলাপ আমীন, অখিল চন্দ্র সরকার, মো. আব্দুল ওয়াহাব, মলং আলিমুল রাজী রাজীব, মো. মুশফিকুর রহমান, শেখ নজরুল ইসলাম, শেখ সাদী আহাম্মদ, রাশেদ মনির, রাজন দেব নাথ, মীর জাহান ভুইয়া, মর্তুজা জামাল, আবু হানিফ, সুমন আহমেদ, আফরোজা আফরি মন্ডল, রফিকুল ইসলাম খোকন, পলাশ কান্তি পাল ও বিমল চন্দ্র ভৌমিক। উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ২০২৪-২০২৫ (দুই) অর্থ বছরের জন্য অনুমোদন করা হয়।
এসময় আমন্ত্রিত অতিথিসহ সংগঠনের কবি, সাহিত্যিক, ছড়াকার, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফটোসেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।