এই দিনের ছড়া
আসল-নকল
সুবীর বসাক
নকল যারা তারাই দেখি
দেখায় বেশি ভাব
বাজারে যাও পণ্য পাবে
নকলে সয়লাব।
আশেপাশেই ঘুরছে যারা
মানুষ চেনা দায়
চোর ঘুরছে সাধুর বেশে
সেলাম তারা পায়।
সমাজসেবা করে বেড়ান
ডাকেন সুধীজন
ঘরে ফিরেই করেন শুরু
বউ নির্যাতন।
নকল যারা কাঁপছে মাটি
তাদের পদভারে
আসলজনে চুপসে থাকে
খিল দেয় যে দ্বারে।