প্রতিনিধি নিকলী : গতকাল শনিবার নিকলীতে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক দিনের প্রশিক্ষণ শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মালালা ফান্ডের অর্থায়নে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর আয়োজনে প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে ট্রেনিং পরিচালনা করেন পপির জেলা সমন্বয়কারী মোহাম্মদ ফরিদুল আলম। প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা ও সাংবাদিক সহ আরো অনেকেই। উক্ত অনুষ্ঠানে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশেষ আলোচনা এবং জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক, মানবসৃষ্ট, স্থানীয় কারণ ও এর প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।