স্টাফ রিপোর্টার, হোসেনপুর : অবশেষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ফায়ার স্টেশনের সামনের তিন রাস্তার সংযোগস্থলে দুইটি গতিরোধক ও সতর্কীকরণ সাইনবোর্ড বসানো হয়েছে। এতে স্থানীয় পথচারী ও যানবাহনের যাত্রীদের মনে স্বস্তি ফিরেছে।
জানা যায়, কিশোরগঞ্জ টু ভালুকা হাইওয়ে সড়ক এবং হোসেনপুর বাজার থেকে কিশোরগঞ্জগামী গুরুত্বপ‚র্ণ দুটি রাস্তা মিলিত হয়েছে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও ব্র্যাক অফিসের সামনের ওই বিপদজনক তিন রাস্তার মোড়ে। ফলে ওই তিনটি সড়কের সংযোগস্থলে প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটেছিল। গত কয়েকদিনে ঝুঁকিপ‚র্ণ এ স্থানে কয়েকটি দুর্ঘটনায় মানুষের প্রাণহানীর পাশাপাশি আহতের ঘটনায় পর স্থানীয়রা বারবার এ স্থানে গতিরোধক স্থাপনের দাবি জানালেও গতিরোধক স্থাপিত হয়নি।
কিছুদিন আগে ইটবাহী একটি ট্রাকের চাপায় তুহিন মিয়া নামের এক শিশুর মৃত্যু হলে ক্ষোভে স্থানীয় এলাকাবাসী কিশোরগঞ্জ-হোসেনপুর ও ভালুকা সড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল ও হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন এর আশ্বাসে তারা অবরোধ খুলে দেয়।
গতকাল শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, এ তিন রাস্তার সংযোগস্থলের দু’পাশে দুটি গতিরোধক স্থাপিত হয়েছে। গতিরোধক এর একটু আগে সতর্কীরণ সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান, এ বিপজ্জনক স্থানে গতিরোধক বসানোর ব্যাপারে আগেও সড়ক ও জনপদ অধিদপ্তরকে বিষয়টি নিয়ে একাধিকবার অবগত করা হয়েছিল। গতিরোধক স্থাপিত হওয়ায় দুর্ঘটনা কমতে পারেও বলে মন্তব্য করেন তিনি।