প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদীতে কটিয়াদী সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় কটিয়াদীস্থ রিয়াজ ভবনে সংগঠনের কার্যালয়ে কবি মেরাজ রাহীমের সভাপতিত্বে ও আব্দুর রহমান রুমীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাহিত্য সংসদের ৩৬জন সদস্যের তালিকা প্রকাশ ও উন্মুক্ত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
সভাপতি-কবি মেরাজ রাহীম, সাধারণ সম্পাদক-কবি দীপা বর্মন, সহ সভাপতি-হারুন অর রশিদ, শাহ মো. আনোয়ার হোসেন, বেবী মোস্তফা, আব্দুর রহমান রুমী, যুগ্ম সাধারণ সম্পাদক-জাহাঙ্গীর হোসেন ও জীসান আজাদ, সাংগঠনিক সম্পাদক-রাজীব কুমার সরকার, অর্থ সম্পাদক-রফিকুল হায়দার টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক-মাশহুদা খানম নন্দিনী, দপ্তর সম্পাদক-বেলাল আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদক-কবিতা আফরোজা, নির্বাহী সদস্য-অধ্যাপক সিদ্দিকুর রহমান, নাছেরুজ্জামান, সারোয়ার হোসেন শাহীন ও ছাদেকুল ইসলাম।