প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদী উপজেলাধীন আড়িয়াল খাঁ নদীর পানিতে ডুবে তাসমিয়া আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দী গ্রামে। মৃত তাসমিয়া আক্তার চরনোয়াকান্দী গ্রামের মঞ্জু মিয়ার মেয়ে ও রাইজিং সান কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির ছাত্রী।
তাসমিয়ার বাবা মুঞ্জু মিয়া জানান, শনিবার বিকেলে তাসমিয়া এলাকার অন্য ছেলে মেয়েদের সঙ্গে নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা সাথীরা বিষয়টি আশেপাশের লোকদের জানালে উপস্থিত লোকজন পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করে। তৎক্ষণাৎ চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।