স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি বালুবাহী বাল্কহেড জব্দ করে এক বালু ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার মির্জাপুরের চেয়ারম্যানবাড়ী ঘাট এলাকা থেকে তাকে আটকের পর এই অর্থদণ্ড দেওয়া হয়।
দÐপ্রাপ্ত বালু ব্যবসায়ীর নাম মো. আজাদ মিয়া। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর কলারধনিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সাত্তার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার। এতে সহায়তা করেন পাকুন্দিয়া থানা পুলিশের এএসআই মেহেদি হাসানসহ একদল পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।