এই দিনের ছড়া
আহা, কতই সুখ!
সুবীর বসাক
আয় ছেলেরা আয় মেয়েরা
নদী দেখতে যাই
ঘর লাগোয়া নদী যে তার
কূলকিনারা নাই।
পা বাড়ালেই রাস্তা পাবে
রাস্তাভরা জল
ঢেউ যে ঘরে আছড়ে পড়ে
ছলাৎ ছলাৎ ছল।
ওই যে জলে নৌকা চলে
যাত্রী ওঠে তাতে
অফিস থেকে বাসায় যাবে
বিকল্প নেই হাতে।
কোমর সমান পানি কোথাও
কোথাও ডুবে বুক
রাজধানীতে নৌকা চড়ি
আহা কতই সুখ!