ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতৃবৃন্দ এক বিবৃতিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র সমন্বয়ক নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, গণমুক্তি ইউনিয়নের আহŸায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর আহ্বায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান গণমাধ্যমে যৌথ বিবৃতি প্রদান করেন।
বাম মোর্চার নেতৃবৃন্দ বলেন, ‘সরকারি চাকরিতে বিদ্যমান কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে সারাদেশের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমনের জন্যে সরকার ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় শতাধিক নারী-পুরুষ শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসীরা সশস্ত্র মহড়া দিচ্ছে। পুলিশ নীরব দর্শকের ভ‚মিকা পালন করছে। আমরা শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার এবং অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি জানাচ্ছি।’ আজ সকাল সকাল ১১টায় পুরানা পল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।