আব্দুর রহমান রিপন, নিকলী প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলীতে গতকাল বিকেল ৫টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের ফিরতে রথযাত্রা অনুষ্ঠি হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিকলী উপজেলা শাখার সভাপতি বিপুল দেবনাথ, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও নিকলী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সজল দাস। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জগদীশ তালুকদার, পলাশ বর্মন, নান্টু তালুকদার, উত্তম সূত্রধর, সুমন সাহা, নিকলী উপজেলা কেন্দ্রীয় হরি সভার সাধারণ সম্পাদক খোকন সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ। এ বিষয়ে জানতে চাইলে জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও নিকলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সজল দাস বলেন, শ্রী শ্রী জগন্নাথ দেব রথে করে তার শ্বশুরবাড়ি গিয়ে ছিলেন, ওখানে তিনি আট দিন অবস্থান করার পর নবম দিনে ঐ রথে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে তিনি তার মাসির বাড়ি অর্থাৎ ক্ষিতিশ মাস্টারের বাড়িতে কিছুক্ষণ অবস্থান করে পুনরায় নিজ বাড়ি অর্থাৎ কেন্দ্রীয় হরি সভায় চলে যান। তিনি আরো বলেন পূর্ব পুরুষদের রীতি অনুযায়ী প্রতি বছরের ন্যায় সারা বিশ্বের মানবজাতির মঙ্গল কামনায় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এই রথ যাত্রার আয়োজন করা হয়।