এম এ কুদ্দুছ, প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুস সালেহীন রাহাতের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, সিনিয়র সাংবাদিক বেনী মাধব ঘোষ, ব্রজগোপাল বনিক, রুহুল আমীন রাজু, সারোয়ার হোসেন শাহীন, শ্যামল পোদ্দার। এ ছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক প্রিয়লাল রায়, এম এ কুদ্দুছ, দীপক সাহা, তাপস চক্রবতী প্রমুখ ।
প্রধান অতিথি সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন বলেন- রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন এবং ঘুষ, দুর্নীতি, কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদক, চুরি, পরিবেশ দূষণ বন্ধে কঠোর পদক্ষেপ নিবেন।