প্রতিনিধি, করিমগঞ্জ : করিমগঞ্জের কান্দাইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো: এনামুল ইসলাম (৬১) গতকাল (১৫ জুলাই) সকাল পৌনে ৯টায় মারা গেছেন। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগ ছিলেন। এনামুল ইসলাম এক বছর আগে করিমগঞ্জ উপজেলার কান্দাইল উচ্চ বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে অবসরে যান।
তিনি করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতকাল বাদ আসর করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে করিমগঞ্জ পৌর সভার টানপাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে এনামুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।