হক জোয়ারদার, প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদীতে নিখোঁজের একদিন পর সাধন চন্দ্র স‚ত্রধর (৭৯) নামে এক বৃদ্ধের লাশ বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দুপুর থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না।
গতকাল মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের তেরগাতি গ্রামের এক বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাধন চন্দ্র স‚ত্রধর একই গ্রামের মৃত সুরেন্দ্র স‚ত্রধরের ছেলে ও মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র স‚ত্রধরের বাবা।
পরিবারের লোকজন ও থানা স‚ত্রে জানা যায়, গত সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বৃদ্ধসাধন স‚ত্রধর। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ ছিলেন। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন ছেলে লিটনচন্দ্র স‚ত্রধর। দুপুরের স্থানীয় লোকজন বিলের পানিতে একটি লাশ ভাসতে দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পারিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।