রুহুল আমীন রাজু, প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদী উপজেলা পরিষদের পুকুর থেকে নিখোঁজের ২৩ ঘণ্টা পর প্রাথমিক স্কুল ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল।
নিহত শিশু মো. ইমন (১১) জালালপুর ইউনিয়নের উত্তর চর-ঝাকালিয়া গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে। সে কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
পারিবারিক স‚ত্রে জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে ৬টার দিকে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার জন্য কটিয়াদী পশ্চিম পাড়ায় শিক্ষকের বাসায় রওনা হয়। নির্ধারিত সময় অতিবাহিত হবার পরেও বাড়িতে ফিরে না আসায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি তার। পরে বিষয়টি কটিয়াদী মডেল থানায় অবহিত করে পরিবার।
গতকাল ভোরে কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে স্থানীয় ব্যক্তিরা একটি মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে কটিয়াদী মডেল থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্বজনরা এসে মরদেহটি ইমনের বলে শনাক্ত করে।
১নং সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক সুজিত কুমার বলেন, প্রতিদিন পড়তে আসলেও গতকাল সে আসেনি। গতকাল থেকে তার পরিবার ও আমরা তার সন্ধান করছিলাম।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, সকালে উপজেলা পরিষদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে জানায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা পরিষদের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পুলিশ জানায়, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ইমনের বিদ্যালয়ের সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।