এই দিনের ছড়া
তুমি কে? আমি কে?
সুবীর বসাক
তুমি কে বা – আমি বা কে ?
উত্তর যা শুনি
মনে পড়ে একাত্তর;
রাজাকার খুনি।
কোটা চাও সংস্কার
নেই তাতে মানা
কীভাবে যে ঢুকে পড়ে
রাজাকার-ছানা।
রাজাকার গর্বের
ধন নয়- গালি
লাখ লাখ মা-বাবার
বুক করে খালি।
যেই নাম শুনলেই
থুতু দেই মুখে
দাউ দাউ আগুন যে
জ্বলে ওঠে বুকে।