এই দিনের ছড়া
আন্দোলন ছিনতাই
সুবীর বসাক
ছাত্র নামে আন্দোলনে
নিয়ে তাদের দাবি
মিছিল-সভা-শ্লোগান নিয়ে
মুখর হয় ঢাবি।
ক্রমেই সেটা ছড়িয়ে পড়ে
দ্রæত সারা দেশে
সন্ত্রাসী সব ঢুকে পড়ে
ছদ্মবেশে এসে।
এরপরেতে হয় যে শুরু
বাঙলাজুড়ে ত্রাস
অগ্নিশিখা করলো ক্রমে
সব স্থাপনা গ্রাস।
আন্দোলন যে হঠাৎ করে
হলো যে ছিনতাই
তাইতো এতো মানুষ মরে
ভবন পুড়ে ছাই।