স্টাফ রিপোর্টার : নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আসামি নবী হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার (২৭ জুলাই) সকাল ৬টার দিকে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি দল গোপনসূত্রে খবর পেয়ে তাকে ভৈরব উপজেলার ল²ীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে উক্ত গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। নবী হোসেন গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া বন্দিদের একজন। নবী হোসেন নরসিংদীর বেলাব থানায় দায়েরকৃত একটি বাস ডাকাতি মামলার আসামি। তিন মাস পূর্বে ভৈরব থানার পুলিশ গ্রেফতারি পরোয়ানামূলে তাকে আটক করে কোর্টে সোপর্দ করে।
র্যাব ভৈরব ক্যাম্পের স্কোয়ার্ড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেলাব থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ১৯ জুলাই বিকালে দুর্বৃত্তরা নরসিংদী কারাগারে হামলা এবং মূল ফটক ভেঙ্গে ভেতরে ঢুকে ব্যাপক অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় কারাগার থেকে ৯ জঙ্গিসহ ৮২৬ জন বন্দি পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে নবী হোসেন র্যাবকে জানায়, ঘটনার দিন বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে সাধারণ ছাত্রদের কোটা সংস্কার অন্দোলনের সময় দুষ্কৃতকারীরা নরসংদী জেলা কারাগারে হামলা চালায়। এই সুযোগে অন্যান্য বন্দিদের সঙ্গে সে-ও কারাগার থেকে বের হয়ে আসে। পরে পায়ে হেঁটে প্রথমে সে নরসিংদীর ইটাখোলা বাসস্ট্যান্ডে আসে। এরপর সিএনজিযোগে বাড়ি ফিরে এসে সে আত্মগোপন করে। সে বেলাব থানাধীন বারৈচা হাইওয়ে সড়কে ২০০৮ সালে সংঘটিত একটি বাস ডাকাতির সঙ্গে জড়িত ছিল। থানায় মামলা হওয়ার পর তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।