করিমগঞ্জ প্রতিনিধি : করিমগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, মারধর এবং লাঞ্ছনার শিকারের অভিযোগে মামলা হয়েছে। জানা গেছে, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার উরদিঘী গ্রামে গতকাল (২৭ জুলাই) শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির সীমানায় নিয়ে বিরোধের জেরে বংশীয়দের সঙ্গে হামলা, মারধর, লাঞ্চনার শিকার হয়েছেন শতাব্দীর কন্ঠ পত্রিকার সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক।
এ ঘটনায় করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দিলোয়ার হোসাইন ভূইয়া (নানক) একটি মামলা করেন। সেই মামলায়, রাসেল ভূইয়া, নাছির উদ্দিন ভূইয়া, শাকিল আহমেদ রানা, শরীফ ভূইয়া, রাহেলা আক্তারকে আসামী করা হয়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মিজানুর রহমান বলেন, সাংবাদিকের ওপর হামলা, মারধরের বিষয়টি আমরা অবগত হয়েছি। পুলিশ বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছে।