স্টাফ রিপোর্টার : পূর্ব বিরোধের জেরে গ্রাম পুলিশ মো. দ্বীন ইসলাম (৪৬)-এর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়েরের ভিত্তিতে জানা যায়, গত ২১ জুলাই রাত আনুমানিক পৌণে ৯টার দিকে কিশোরগঞ্জ জেলার যশোদল ইউনিয়নের কুতকাইলের মৃত মিয়া হোসেনের ছেলে মো. দ্বীন ইসলাম দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে যশোদল ইউনিয়ন পরিষদে যাবার পথে এই হামলা শিকার হন।
ভুক্তভোগী দ্বীন ইসলাম জানা, কোটা আন্দোলনকে ঘিরে চলমান অস্বাভাবিক পরিস্থিতিতে আমিসহ ১০ জন গ্রাম পুলিশ যশোদল ইউনিয় পরিষদ ও ইউনিয়ন ভ’মি অফিস কার্যালয়ের সার্বিক নিরাপত্তার কাজে নিয়োজিত আছি। গত ২১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে সাইকেল যোগে যশোদল ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভ’মি অফিস কার্যালয়ে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেই।
রাত আনুমাণিক পৌণে ৯টার দিকে কিশোরগঞ্জ মডেল থানাধীন যশোদল নধার মাইজপাড়া সাকিনস্থ কাঞ্চন মিয়ার বাড়ির সামনে পৌঁছা মাত্রই পূর্ব বিরোধের জের হিসেবে বিবাদী গোলাপ মিয়া (৪৬), সবুজ মিয়া (৪২) উভয়ের পিতা মৃত আব্দুল হামিদ, মো. হারিছ মিয় (৩৮) পিতা মৃত সুন্দর আলী সর্ব সাং নধার মাইজপাড়া, অজ্ঞাতনামা আরো ৫/৬ জন পথরোধ করে আমাকে সাইকেল থেকে টেনে-হিছড়ে নামিয়ে কিল, ঘুষি, লাথি মারতে থাকে।
এক পর্যায়ে ১নং বিবাদী গোলাপ আমাকে খুন করা উদ্দেশ্যে লাঠি দিয়ে মাথায় আঘাত করতে চাইলে আমি কিছুটা সরে গেলে তা ডান কাঁধে লেগে ফুঁলে যায়। ২নং বিবাদী সবুজ মিয়া আমার সরকারি পোশাকের বাম পাশের নেম প্লেট ছিড়ে ফেলে এবং কিল, ঘুষি মেরে জখম করে। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন আসতে থাকলে তারা আমাকে খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীদের সহায়তায় আমি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হবার পর বাড়ি ফিরে আসি।