এই দিনের ছড়া
পদ-বাণিজ্য
সুবীর বসাক
লাগবে নাকি দলের পদ
এটা এখন পণ্য
রাজনীতি যে হলো শুধুই
ব্যবসায়ীদের জন্য।
ত্যাগ ও নীতি যতো থাকুক
নেই মূল্য দলে
তিনি এখন নেতা যাহার
আছে টাকার থলে।
পদ বেচে যে রুজি-কামাই
লক্ষ-কোটি টাকা
তাই দলের ক্রান্তিকালে
মাঠ থাকে যে ফাঁকা।
টাকায় কিনে দলের পদ
প্রয়োজন কী লড়ার
সবাই তালে আছে নিজের
ভাগ্যটাকে গড়ার।