বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোমান :
সুবীর বসাক এর এই দিনের ছড়া ‘গর্জে ওঠার পালা’ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ১০ চিকিৎসকের বদলে আছেন মাত্র দু’জন কটিয়াদী বাজারে মধ্যরাতে আগুন: অর্ধকোটি টাকার ফার্নিচার পুড়ে ছাই আউয়ালসহ সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদেপাকুন্দিয়ায় বিএনপি’র বিক্ষোভ ইজতেমা ময়দানে হত্যার প্রতিবাদেঅষ্টগ্রামে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ আশুতিয়াপাড়া শিক্ষা নিকেতনেরবার্ষিক সমাবেশ ও পুরষ্কার বিতরণ কিশোরগঞ্জে ট্রাই-ইউনিটি অ্যালায়েন্সের আয়োজনে বৃত্তি পরীক্ষা হোসেন স্পেশালাইজ্ড হসপিটালের ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন সুবীর বসাক এর এই দিনের ছড়া ‘মব ট্রায়াল’

কিশোরগঞ্জ প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট্য বৈষম্য দূরীকরণ কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৯৮ Time View

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ প্রেসক্লাবে দীর্ঘ দিন ধরে চলা স্বেচ্ছাচারিতা, চাঁদাবাজি, অতিমাত্রায় রাজনীতিকরণ ও সীমাহীন অনিয়ম বন্ধের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট্য বৈষম্য দ‚রীকরণ কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবে স্থান না পেয়ে পেশাদার ও প্রকৃত সাংবাদিকগণ বাহিরে বিভিন্ন জায়গা থেকে নিজ নিজ কর্মস্থলে দীর্ঘদিন ধরে সংবাদ প্রেরণ করে আসছেন।

সম্প্রতি ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতাসীন শেখ হাসিনার সরকারের পতনের পর সারা দেশের মতো কিশোরগঞ্জ প্রেসক্লাবের বিষয়টিও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের নজরে আসে। তারই প্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রেসক্লাবে সংবাদিকদের নিয়ে বৈঠকে বসেন।

বৈঠকে বহু বছর ধরে বৈষম্যের শিকার হওয়া কিশোরগঞ্জ প্রেসক্লাবের বাহিরে ও ভিতরে কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাবের কমিটি বিলুপ্তের দাবি উঠায়। এমন পরিস্থিতিতে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আল আমিনকে সমন্বয়ক করে তরুণ কয়েকজন সাংবাদিককে দায়িত্ব প্রদান করেন। এর ফলশ্রæতিতে গতকাল (১৪ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাবে মুক্ত আলোচনার আয়োজন করা হয়।

নয়া দিগন্তের জেলা প্রতিনিধি সমন্ময়ক আল আমিনের সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কালের কণ্ঠ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মো. আল আমিন, সময় টিভি’র স্টাফ রিপোর্টার ন‚র মোহাম্মদ, মাছরাঙা টিভি ও বাংলা ট্রিবিনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মাজহার মান্না, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার মফস্বল সম্পাদক শামসুল আলম শাহীন,

নেক্সাস টেলিভিশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তী, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভ‚ঞা রিপন, এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর কায়েস, চ্যানেল আই ও জাগো নিউজের জেলা প্রতিনিধি এস. কে. রাসেল, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ, বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফ উদ্দিন জীবন, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ফারুক উজ্জামান, হাওর টাইমসের জেলা প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম,

মাসিক কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক ও নওরোজের জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, দ্য সাউথ এশিয়ান টাইমসের জেলা প্রতিনিধি মনির হোসাইন, বাংলা এফএএম এর জেলা প্রতিনিধি রাকিব মিয়া, দৈনিক আজকের দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আমিন সাদি, খোলা কাগজ এর জেলা প্রতিনিধি মেরাজ নাসিম, সাপ্তাহিক শুরুক এর জেলা প্রতিনিধি সাইফুল্লাহ সাইফ, ডেইলি আমার বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদশা, বার্তা বাজার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজন,

বাংলাদেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শফিক কবীর, ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, ডেইলি আমার টাইম এর জেলা প্রতিনিধ তন্ময় আলমগীর, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি রাজিবুল হক সিদ্দিকী, দৈনিক সারাদিনের বার্তা বিভাগের দিনারসহ আরো অনেকে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ২৪ এর বিপ্লবের অন্যতম সংগঠক সাইদ সুমন।

মুক্ত আলোচনায় বক্তারা ইতোপ‚র্বে যারা প্রেসক্লাবের দায়িত্বে ছিলেন তারা উপজেলা ও থানাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং ব্যবসায়ীদের জিম্মির মাধ্যমে চাঁদাবাজি করে পুরো সাংবাদিক সমাজকে কলঙ্কিত করার অভিযোগ তোলেন। সেই কলঙ্ক মুছতে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে মুক্ত আলোচানার মাধ্যমে সমন্বয়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। সর্বসম্মতিক্রমে সমন্বকসহ ১১ সদস্য বিশষ্ট্য কমিটি গঠন করা হয়।

সমন্বয়ক কমিটি : সমন্বয়ক আল আমিন, নয়া দিগন্ত । সদস্য : মশিউর কায়েস, এখন টিভি, এসকে রাসেল, চ্যানেল আই শরফুদ্দিন জীবন, বিজয় টিভি, ফারুকুজ্জামান, আমাদের নতুন সময়, শামসুল আলম শাহীন, দৈনিক শতাব্দীর কণ্ঠ খাইরুল ইসলাম, সম্পাদক, মাসিক কালের নতুন সংবাদ, শহীদুল ইসলাম পলাশ, দেশ রুপান্তর।
শিক্ষার্থীদের পক্ষ থেকে পর্যবেক্ষক : সাইদ সুমন, ২৪ এর বিপ্লবের অন্যতম সংগঠক, ইকরাম হোসাইন, সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নুসরাত জাহান, সমন্ময়ক, সরকারি মহিলা কলেজ, শেখ মোঃ মুদ্দাছির, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

উক্ত সমন্বয়ক কমিটি যত দ্রুত সম্ভব নতুন সদস্য অন্তর্ভুক্তি, যাচাই-বাছাই করে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রকাশ ও তফসিল ঘোষণা করে ‘গণতান্ত্রিক’ উপায়ে ভোটের মাধ্যমে সাংবাদিকদের নেতৃত্ব নির্বাচন করার ব্যবস্থা করবে। এছাড়া সাংবাদিক ভোটে সাংবাদিক, আজীবন ও সহযোগী সদস্যদের ভোটে আজীবন ও সহযোগী সদস্য নির্বাচিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty