স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ শহরের দোকানপাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের কালীবাড়ি মোড় থেকে শুরু করে এই কার্যক্রম চলে পুরো শহরে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, একদল শিক্ষার্থী শহরকে পরিচ্ছন্ন রাখতে পুরো শহরের প্রতিটি দোকানে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করছেন। এ সময় দোকানিরা প্লাস্টিকের ডাস্টবিন গ্রহণ করে বিপরীতে খুশি হয়ে শুভেচ্ছাম‚ল্য প্রদান করেছেন শিক্ষার্থীদের। শিক্ষার্থীরাও ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন সচেতনতাম‚লক নির্দেশনা দিচ্ছেন।
এর আগে, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা শহরকে সংস্কার করার উদ্যোগ নেয়। এরমধ্যে, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রাস্তায় ট্রাফিকের দায়িত্ব, মন্দির পাহারাসহ বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করেন তারা।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপান্তরের তারুণ্য’র সদস্য নাইম জানান, আওয়ামী লীগের পতনের পর একটি কুচক্রিমহল রাস্তায় অরাজকতা সৃষ্টির মাধ্যমে শহরে ময়লা-আবর্জনা তৈরি করে। পরদিন (৬ আগস্ট) থেকে কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপ‚র্ণ স্থানে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থী আশিকুজ্জামান আশিকসহ আরও কয়েকজন শিক্ষার্থীরা উপস্থিত গণমাধ্যমকে জানান, পরবর্তীতে শুভেচ্ছাম‚ল্য দিয়ে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদদের স্মরণে দুই থেকে আড়াই হাজার বৃক্ষ রোপণ কর্মস‚চি পালন করবেন। এতে জলবায়ু রক্ষার্থেও তাদের এই কর্মস‚চি উপকার বয়ে আনবে।
শিক্ষার্থী তয়্যিবা মনি বলেন, আমরা আমাদের শহরের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করছি, সবাই যদি নিজ অবস্থান থেকে সচেতন থাকি তাহলেই কেবল এটা সম্ভব।
কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল বলেন, শিক্ষার্থীদের প্রতিটি উদ্যোগ প্রশংসনীয়। তারা যেভাবে কাজ করছেন আমরা বিশ্বাস করি, আমাদের ছেলে-মেয়েরা সুন্দর, বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে পারবে।