প্রতিনিধি নিকলী : নিকলীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সকাল ১১টায় বকুলতলা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপ‚র্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় বকুলতলায় এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো: লিটন, যুগ্ম আহŸায়ক তুহিন মিয়া, যুগ্ম আহ্বায়ক আরিফ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাজন। যুবদলের সদস্য মোজাম্মেল হক ও যুবনেতা ওমর ফারুক সহ সাত ইউনিয়নের নেতৃবৃন্দ। এ বিষয়ে জানতে চাইলে যুবদলের আহŸায়ক আব্দুল মান্নান এ প্রতিনিধি কে বলেন সারাদেশে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা ও তার দোষরদের বিচারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। আমরা শান্তিপ‚র্ণভাবে মিছিল ও সমাবেশ শেষ করেছি।