এই দিনের ছড়া
এক পরিবার
সুবীর বসাক
এক দেশ এক জাতি
এক পরিবার
সকলের আছে হেথা
সম অধিকার।
কেউ নয় ছোট আর
নয় কেউ বড়ো
ভেদাভেদ ভুলে আজ
দেশটাকে গড়ো।
এই দেশ সকলের
দেশ মানে মাতা
এই বুকে আছে মা’র
আসন যে পাতা।
যদি এসে লাগে ঝোড়ো
বাতাসের ঢেউ
দুর্যোগে মাকে ছেড়ে
যাবো না তো কেউ।