আউয়াল মুন্না : করিমগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে ২ জেলে। আহত হয়েছে আরো ৪ জন। শুক্রবার ভোররাতে উপজেলার জয়কা ইউনিয়নের বাট্টুরগোপ-কলাবাগ সংলগ্ন ভোলাডোবা বিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- জয়কা উত্তর কলাবাগ গ্রামের আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।
জয়কা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর জানান, ঘটনার সময় একটি নৌকায় করে ১১ জন জেলে জাল নিয়ে ভোলাডোবা বিলে মাছ ধরতে যায়। রাত আনুমানিক তিনটার দিকে বৃষ্টির সাথে আকষ্মিক বজ্রপাত শুরু হয়। এ সময় জেলেদের নৌকায় এসে একটি আলোকশিখা (বজ্রপাত) পড়ে।
এতে ঘটনাস্থলেই মারা যায় আলী আকবর ও কাঞ্চন মিয়া। বজ্রপাতে মো: কাঞ্চন (৩২), মো: মাহবুবুল (৩৬), মো: কাঞ্চন মিয়া (৩০) ও মো: রমজান মিয়া (২০) আহত হয়। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত জেলেরা শঙ্কামুক্ত রয়েছেন।
করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।