স্টাফ রিপোর্টার : ২৫০ শয্যাবিশিষ্ট কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের হয়রানির মাত্রা কমেছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দালালদের দৌরাত্ব্য না থাকায় বেড়েছে সেবার মান। কিশোরগঞ্জ জেলার ও আশপাশের জেলা থেকেও অনেক রোগী এই হাসপাতারে চিকিৎসা নিতে আসেন। কিছুদিন আগেও হাসপাতালের যে জনবল রোগীদের নানা রকম হয়রানি করতো, এখন তারাই সেবা দিচ্ছে। ফলে অনেক গরীব রোগী সরকারি এই হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা পাচ্ছে। ফলে আর্থিক ক্ষতি ও দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন রোগী ও রোগীর পরিবারের লোকজন। এমন আন্তরিক উদ্যোগ গ্রহণের কারণে হাসপাতাল কর্মকর্তাদের কাছে সন্তোষ প্রকাশ করেছেন তারার।
গতকাল (বৃহস্পতিবার) সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালে আসা অনেক রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং অনেক রোগী চিকিৎসা গ্রহণ শেষে চলে যাচ্ছেন। ওয়ার্ড ইনচার্জ জানান, রোগীদের আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের। যৎ সামান্য খরচে এখানে রোগীরা চিকিৎসা সেবা পেয়ে তারা খুব খুশি।
হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, কম খরচে হাসপাতালে রোগীরা সঠিক সময়ে সঠিক সেবা পাচ্ছেন। কারণ বিগত দিনে পরীক্ষার সকল যন্ত্র সুবিধা না থাকায় রোগীদের গুরুতর অবস্থায় রের্ফাড করা হতো। ফলে রোগীর চিকিৎসা ব্যয় বাড়ার সাথে সাথে পরিবারের লোকজন হয়রানির শিকার হতেন। এখন অপারেশন পূর্ববর্তী কোন রোগীর পরীক্ষা-নিরিক্ষা সেবা প্রয়োজন হলে সুযোগ পাচ্ছেন সরকারি এই হাসপাতালে। ফলে হাসপাতালে আসা রোগীরা হয়রানী ও আর্থিক ক্ষতিগ্রস্তের হাত থেকে রেহাই পাচ্ছেন। দায়িত্বরত চিকিৎসক ও সেবিকারা রোগীর চিকিৎসা সেবায় সব সময় আন্তরিক।