রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাড়াইলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ বিএনপি তাড়াইল উপজেলা শাখা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ আলেকের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম, সামির হোসেন সাকী, আবদুল কাইয়ূম খান রুমান, আলাউদ্দিন, তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি উমর ফারুক কাঞ্চন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব নূর মোহাম্মাদ,
আবুল মনসুর, আবদুল লতিফ, শামিম আহমেদ, অজয়, শহীদ খান, জুবায়ের আহমেদ হৃদয়, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব হিমেল মিয়া ও তাড়াইল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব তরিকুল ইসলাম রুবেল, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজ শাখার ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জুয়েল আহমেদ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া রুবেল ও আবদুল্লাহ’র আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন তাড়াইল উপজেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা রুহুল আমিন। উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।