এই দিনের ছড়া
আয়নাঘর
সুবীর বসাক
আঁতুড়ঘরের নাম শুনেছি-
আয়নাঘরের নাম
আগে তো আর শুনিনি এই
প্রথম শুনিলাম।
বাহারি এই নামখানা কে
দেয় যে আয়নাঘর
কাহার পরামর্শে বানায়
কে সেই কারিগর।
নাম শুনলেই আঁতকে ওঠি
কঠিন বন্দিশালা
সেথায় কেহ ঢুকলে পরে
আর খোলে না তালা।
আয়নাঘরে আঁধার শুধু
কেউ দেখে না আলো
এই কুঠুরির খোঁজ পেলে কেউ
তাতে আগুন জ্বালো।