এই দিনের ছড়া
সচিব সমাচার
সুবীর বসাক
একজন সচিবের
লাগে কতো টাকা
এতো টাকা যাহা দিয়ে
যায় তাকে ঢাকা।
ঘরে যদি তাকে তার
এতো সঞ্চয়
ব্যাংকের হিসাবেতে
কতো জানি রয়।
বেচে দেন গরিবের
রিলিফের মাল
সেই টাকা অবশেষে
হয় তার কাল।
বমাল যে সেই চোর
পড়ে যান ধরা
তাকে নিয়ে লিখলাম
আজ এই ছড়া।