স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
গতকাল সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচী পালন করে।
এ সময় পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন ও পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দের পদত্যাগের দাবীতে নানা স্লোগানে মুখরিত করে রাখে পুরো উপজেলা প্রাঙ্গণ। এই দুই জনপ্রতিনিধি পদত্যাগ না করলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
এ সময় পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ. ছাত্তার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক হোসেন রিপন, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান সুমন ও সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জল ও সদস্য সচিব শাহীন আলম জনিসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পৌর বিএনপি’র সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন বলেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন ও পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং আওয়ামী লীগের পক্ষে সহযোগিতা করেছিল। তাই আমরা এই দুই জনপ্রতিনিধির পদত্যাগ চাই। পদত্যাগ করার আগ পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে। পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, বিষয়টি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কাছ থেকে শুনেছি। তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি।