স্টাফ রিপোর্টার : বাজিতপুরের জহুরুল ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ আলপনা আক্তার ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও আন্দোলনোর মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন।
জানা যায়, দীর্ঘ দিন ধরে আলপনা স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থীদের নিকট থেকে ঘোষের নামে উপঠোকন, অশ্লীল গালি গালাজ, বেপরোয়া চলাচল, পরকীয়া সহ নানাবিধ অভিযোগ তার নামে থাকলেও ছাত্র-ছাত্রীরা কতৃপক্ষ বরাবর একাধিক বার অভিযোগ করে কোনো প্রতিকার না পেয়ে গতকাল রবিবার সকাল ১১টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও আন্দোলন শুরু করেন।
একপর্যায়ে আফতাব উদ্দীন স্কুল এন্ড কলেজ সহ বৈষম্যবিরোধী ছাত্ররাও যোগ দিলে আন্দোলন মারাত্মক রূপ নেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ এলাকার সর্বসস্তরের জনতা এগিয়ে আসে। পরে কর্তৃপক্ষ আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধি ও বিভিন্ন মাধ্যমের প্রতিনিধিরা আলোচলার ভিত্তিতে শেষ পর্যন্ত কতৃপক্ষ আলপনাকে অব্যাহতি দেন।