প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য দেশীয় অস্ত্র দা, ছুড়ি, লাঠি নিয়ে ছাত্রদেরকে হামলার নেতৃত্ব দানকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুজ্জামান অপু ও পৌর মেয়র শওকত উসমানের পদত্যাগ ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্র জনতা।
রবিবার দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ভবন ঘেরাও করে। উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে না আসায় পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ, বিএনপি নেতা মিজানুর রহমান স্বপন, জায়েদুল, পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু, যুবদল নেতা শফিকুল ইসলাম ফুলু, ছাত্র সমন্বয়ক রাব্বি, নৌশাদ প্রমুখ।
এ সময় বক্তাগণ বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার গুম-খুনের রাজনীতি করেছে। বিনা ভোটে তারা সরকার গঠন করেছে। নিশিরাতের ভোটেও তারা ক্ষমতায় ছিল। গত ৭ জানুয়ারি তাদের নাটকীয় নির্বাচনে মানুষ ভোট দিতে আসেনি। এরপরও তারা সরকার গঠন করে। ক্ষমতায় থাকাকালীন তারা স্বৈরাচারী শাসন কায়েম করেছে দেশে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে। ভোট ছাড়াই আওয়ামী অবৈধ সরকার জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনপ্রতিনিধি বানিয়েছে। এরা জনগণের ভোটে নির্বাচিত নয়। এরা ‘অবৈধ’ জনপ্রতিনিধি। এরা ভোট ডাকাত, মানুষ হত্যাকারি, গডফাদার, তাদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে।