এই দিনের ছড়া
অহংকার পতনের মূল
সুবীর বসাক
অহমিকা ভালো নয়
পতনের মূল
এ কথাটি মিছা নয়
ঠিক বিলকুল।
কাল ছিল রাজা যিনি
আজ পথে বসে
প্রাসাদের ইট সব
পড়ে খসে খসে।
বিপদের আঁচ পেয়ে
স্তাবকের দল
কেটে পড়ে নিয়ে তারা
লোটা-কম্বল।
গুণিজন বলে গেছে
মনে রেখো ঠিক
বড় হও; হয়ো নাকো
কভু দাম্ভিক।