নিকলী প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলীতে তিন দিনব্যাপী সামাজিক জবাবদিহিতা টুলস বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ গত শনিবার শুরু হয়ে গতকাল সোমবার শেষ হয়েছে। সুইডেন এমবাসি’র অর্থায়নে পপি ক্রিয়া প্রকল্পের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রশিক্ষণটি পপি ক্রিয়া প্রকল্প অফিস নিকলীতে অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা বিউটি।
অংশগ্রহণে ছিলেন উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট এবং ক্লাইমেট একশন গ্রুপের সদস্যবৃন্দ। প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়া’র প্রকল্প সমন্বয়কারী এস এম রেজাউল হক মামুন, প্রজেক্ট অফিসার মো: শাহিন হায়দার, এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করা।