স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ : কলেজ শিক্ষককে হত্যা চেষ্টার প্রতিবাদ ও জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে কলেজের সামনে করিমগঞ্জ-চামটা সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সম্রাট জহিরুল ইসলাম জীবন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষর্থীদের সহায়তা করার জের ধরে গত ৫ আগস্ট সন্ধ্যার পর তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে তার উপর বর্বোরোচিত হামলা চালানো হয়।
রাউতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজল হোসেন আজমের নেতৃত্বে এ হামলা করা হয়। খায়রুল ইসলাম, শুভল মিয়া, সন্ধ্যানী, রাব্বানীসহ ৮/১০ জন সশস্ত্র অবস্থায় এ হামলা চালায়। হামলায় কলেজ শিক্ষকের মাথায় একাধিক আঘাতে প্রচুর রক্তকরণ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তাড়াইল থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
মানববন্ধনে বক্তৃতা করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজ আহমেদ হুমায়ুন, নাজমূল আলম মোহন, আবু মোছা শান্ত, মোঃ হুমায়ুন কবীর। অধ্যক্ষ বলেন, নতুন এ স্বাধীন দেশে সন্ত্রাসীদের জায়গা সমাজে হতে পারে না। তিনি দ্রুত শিক্ষক জীবনের হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।