প্রতিনিধি, করিমগঞ্জ : শ্রেণি কার্যক্রম বয়কট করে লাগাতার অবস্থান কর্মসূচিতে বাধ্য হয়ে পদত্যাগ করেছেন করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরসার গভর্নিং বডির সভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তারেক উদ্দিন আহমদ আবাদ। গতকাল মঙ্গলবার আন্দোলনের দ্বিতীয় দিনে ৬ষ্ঠ থেকে কামিল পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভ ও সড়ক আবরোধ করায় তিনি পদত্যাগ করেন।
একই দাবির মুখে পদত্যাগ করেছেন কমিটির সহসভাপতি মতিউর রহমান মাহাবুব ও সদস্য মোঃ ফাইজুল মিয়া। সভাপতিসহ তারা করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার পরিচ্ছন্নতা কর্মী মোঃ ওয়াসিম ও নৈশ প্রহরী মোঃ রফিকুল ইসলাম এর মাধ্যমে গতকাল মঙ্গলবার বিকালে তাদের পদত্যাগপত্র মাদ্রাসায় পাঠায়।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ আব্দুল্লাহ সভাপতিসহ তাদের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সভাপতি অ্যাডভোকেট তারেক উদ্দিন আহমদ আবাদ নিজ থেকেই পদত্যাগ করতে প্রস্তুত ছিলেন।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, কমিটির বাকি সদস্যরা পদত্যাগ না করা পর্যন্ত ক্লাশে ফিরবেন না তারা। কামিল শেষ বর্ষের শিক্ষার্থী ছাত্র নেতা এনামূল হক জানান, কমিটির সকল সদস্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার প্রভাষক মুক্তা সিকদার বলেন, বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে মাদরাসায় ২ দিন ধরে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।