স্টাফ রিপোর্টার : হোসেনপুরে বিএনপি’র শান্তি সমাবেশ ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলার ধুলিহর এলাকার জব্বার চেয়ারম্যান বাড়ির খেলার মাঠে এ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হোসেনপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট মনিরুল হক রাজন, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম-আহবায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কারসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে যোগ দেয়।