প্রতিনিধি কটিয়াদী : উভয়ের পারিবারিক সম্মতিতে মোবাইল ফোনে হয়েছিল বিয়ে। প্রবাস থেকে ছেলে বাড়ি ফিরলেই ধুমধাম করে হবে অনুষ্ঠান। দুই পক্ষের পরিবারের মধ্যে এই স্বপ্ন ছিল। কিন্তু সৌদি প্রবাসী পারভেজ মিয়ার মৃত্যুর সংবাদ শুনা মাত্রই মুহ‚র্তের মধ্যে সকল স্বপ্ন শেষ হয়ে যায়।
কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাঘহাটা গ্রামের আব্দুল কাদেরের ছেলে পারভেজ মিয়া (২৫)। গত বুধবার রাতে খবর আসে সৌদি আরবে স্টোক করে মারা গেছেন তিনি। পারভেজ সৌদি আরবের দাম্মাম শহরে বেসরকারি একটি কোম্পানিতে কাজ করতেন। তিনি ছয় বছর ধরে প্রবাসে রয়েছেন।
পারভেজের পিতা আব্দুল কাদের জানান, ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা বাকরুদ্ধ। মৃত্যুর আগেও তার মার সাথে কথা বলেছে। তিনমাস আগে তাকে ফোনে বিয়ে করানো হয়েছিলো। স্বপ্ন ছিলো ছেলে আসলে আত্মীয়-স্বজনদের নিয়ে ধুমধাম করে বিয়ে করাবো। কিন্তু স্বপ্ন এখন আমাদের জন্য বিষাদ নিয়ে আসলো। দ্রæত সময়ের মধ্যে ছেলের লাশ দেশে আনার জন্য সরকারের সহায়তা কামনা করছি।