এই দিনের ছড়া
দাবির মিছিল
সুবীর বসাক
হেথা-সেথায় মিছিল শুধু
সবার আছে দাবি
মওকা বুঝে নাম রে পথে
সুযোগ গেলে পাবি?
যার যা দাবি লিস্টি করে
করিস পরে পেশ
স্বাধীন হয়ে পেলাম মোরা
সব পেয়েছির দেশ।
দাবি পেশের সঙ্গে পাবে
হাতেনাতেই ফল
আর মুছতে হবে না তোর
চোখের নোনা জল।
হাতে-পায়ে ধরার যে দিন
শেষ হয়েছে কবে
মিছিল নিয়ে শ্লোগান দিলে
দাবি পূরণ হবে।