স্টাফ রিপোর্টার : সাহিত্য সংস্কৃতি সংগঠন জেগে ওঠো নরসুন্দার ১০৮৬ তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাহিত্য সংস্কৃতি সংগঠন জেগে ওঠো নরসুন্দার নির্বাহী পরিচালক সাবেক জেলা সমবায় কর্মকর্তা কবি আবুল এহসান অপু’র সভাপতিত্বে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
আসরের শুরুতেই নিত্য পরিচালক অখিল চন্দ্র সরকারের সঞ্চালনায় স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন জেগে ওঠো নরসুন্দার প্রবীণ কবি মো. সাঈদুর রহমান, ছড়াকার আসাদুজ্জামান আসাদ, আব্দুল ওয়াহাব, রাশেদ মনির, বিমল চন্দ্র ভৌমিক, মীর জাহান ভূইয়া, শেখ সাদী আহম্মদ, মো. সুমন আহমেদ, মো. আঃ রহমান রফিক, মফিজ উদ্দিন প্রমুখ।
আসর শেষে বক্তব্য রাখেন করিমগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান কবি ও সাহিত্য সমালোচক মো. শাহজাহান শাজু, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ, বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফ উদ্দিন হোসাইন জীবন প্রমুখ।
সাহিত্য আসরে বক্তারা বলেন, সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। কবি-সাহিত্যিকগণ লেখালিখির মাধ্যমে সমাজে আলো ছড়ান। প্রত্যেক লেখকের লেখাই তার নিজস্ব আলোয় আলোকিত।
এ সময় বিলকিছ আক্তার আখিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।