প্রতিনিধি তাড়াইল : তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক মতবিনিময় সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গত সোমবার বেলা ১২টায় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তন কক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক মতবিনিময় সভা ২০২৪ অনুষ্ঠিত হয়।
তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাইজুর রহমান এর সভাপতিত্বে ও আইসিটি বিভাগের সহকারী শিক্ষক মিজানুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ ছুটিতে থাকতে থাকতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, বিদ্যালয়ে ফিরলেও পড়াশোনায় তাদের মন নেই। শিক্ষার্থীদের কেউ কেউ মোবাইল, ফেসবুক কিংবা লুডুতে আসক্ত হয়ে গেছে, কিশোর অপরাধেও জড়িয়ে পড়েছে কোনো কোনো শিক্ষার্থী।
তিনি আরও বলেন, এই দেশের প্রতি, দেশের জনগণের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। তাছাড়া শিক্ষা নিয়ে আমার বিশেষ আগ্রহ রয়েছে। আমি বিশ্বাস করি সুশিক্ষিত, উন্নত ও স্মার্ট জাতি গঠনে শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিকল্প নেই।
একজন শিক্ষার্থী সঠিক গাইডলাইন ও যত্ন পেলে এবং পড়াশুনায় একটু মনোযোগ দিলে সে অবশ্যই শিক্ষাজীবনে ভালো করবে। তার সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে। বিদ্যালয় স‚ত্রে জানা যায়, সামনে টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় দশম শ্রেণীর শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করতে পারে সেজন্যই ম‚লত আজ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, বিদ্যালয়ের দশম শ্রেণির ১১৮ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে।