বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

বানভাসীদের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৭ Time View

স্টাফ রিপোর্টার : পূর্ব ঘোষণা না দিয়েই ২১ আগস্ট ভারত ত্রিপুরারাজ্যে অবস্থিত ডুম্বুর জলাধারের পানি ছেড়ে দেয়ায় বাংলাদেশের সিলেট থেকে ফেনী পর্যন্ত বিস্তৃত জনপদ আকষ্মিক এবং প্রবল বন্যায় প্লাবিত হয়েছে। অসংখ্য ঘর-বাড়ি, গোবাদি পশু, হাঁস-মুরগি ভেসে যাওয়ার পাশাপাশি এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব জনপদে নেমে এসেছে চরম বিপর্যয়। অসংখ নারী-শিশু, বৃদ্ধ-বৃদ্ধা সহ গর্ভবতী মহিলা চরম খাদ্যাভাব ও সুপেয় পানির অভাবে পড়েছে।

এমনি মানবিক বিপর্যয়ে কাঁধে-কাঁধ, হাতে-হাত মিলিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্র-জনতা। কিছু দিন পূর্বে যে ছাত্র-জনতা পুলিশের গুলিকে বুক পেতে নিয়ে ছিল সেই ছাত্র-জনতাই বানভাসীদের পাশে দাঁড়িয়েছে বুক চিতিয়ে।

সারাদেশের মতো কিশোরগঞ্জেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছাত্র-ছাত্রীরা বানভাসী মানুষের কষ্ট লাঘবে সাধারণ মানুষের কাছ থেকে নগদ অর্থ, শুস্ক খাবার, স্যালাই, কাপড়সহ নানা পণ্য সংগ্রহ করছে। আর এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম স্বচ্ছতা ও সার্থকতার সাথে সম্পাদনে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কাজ করছেন।

গতকাল বিকেলে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বন্যাকবলিতদের পাশে দাঁড়াতে মানুষকে উদ্বুদ্ধ করতে নানা ¯েøাগান দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বিভিন্ন জনের নিয়ে আসা পণ্য সামগ্রী গ্রহণ করছেন। তারা জানা, রাতেই ট্রাকে করে জনসাধারণের দেয়া ত্রাণ ঢাকায় পৌঁছে দেয়া হবে। আগামীকালও (আজ) আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ মানুষের সাড়া দেখে আমরা বিস্মিত।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty