এই দিনের ছড়া
প্রকৃতিকে ভালোবেসো
সুবীর বসাক
বন্যা এসে গ্রাস করে যে
শহর-গঞ্জ-গ্রাম
নিজের দোষে তাইতো মোদের
এই যে পরিণাম।
গাছ কেটে বন উজাড় করি
ভরাট নদী-নালা
প্রকৃতির বক্ষে আছে
অনেক ক্ষত-জ্বালা।
ক্ষিপ্ত হয়ে তাইতো করে
বিরূপ আচরণ
প্রকৃতিকে ভালোবেসো
বলেন বিজ্ঞজন।
গাছ কেটো না রোপণ করো
নিত্য গাছের চারা
খনন করে নদী বাঁচাও
বহুক স্রোতের ধারা।