প্রতিনিধি তাড়াইল : অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, অপকর্ম ও দুর্নীতির অভিযোগ এনে তাড়াইলে দামিহা উদয়ন কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
গতকাল সকাল ১১টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে ঘণ্টাব্যাপী কলেজ ক্যাম্পাসের ভেতরে এ বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন। এ সময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, অধ্যক্ষের আমিনুল ইসলামের পদত্যাগ’ এই ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণ। দাবি আদায় না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও লাগাতার কর্মস‚চি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এ সময় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অধ্যক্ষ কলেজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মস‚চি দিতে বাধ্য হবো।
জানা যায়, কলেজের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু’র এপিএস দামিহা উদয়ন কলেজের সদ্য বিদায়ী সভাপতি আমিরুল ইসলাম বাবলু’র সাথে যোগ সাজশে রমরমা শিক্ষক নিয়োগ বাণিজ্য করেছেন ও বিভিন্ন খাতওয়ারী লুটপাট করেছেন অধ্যক্ষ আমিনুল ইসলাম।
সভাপতি আমিরুল ইসলাম বাবলু’র স্ত্রী ইসলামি শিক্ষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষক নাজমুন নাহার জুঁই ও আরেক নিকটাত্মীয় বাংলা বিভাগের শিক্ষক জহিরুল ইসলাম হীরা তারা অযোগ্য হওয়া সত্তে¡ও ক্ষমতার দাপটে শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন। শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পরীক্ষার ফরম প‚রণে সরকার নির্ধারিত ফি থেকে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রতিবছর অতিরিক্ত ফি নিয়ে থাকেন। শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে অশ্লীল ভাষা ব্যবহার করে তাদের চরম অপমান করার প্রমাণও রয়েছে। তারা আরও বলেন, অধ্যক্ষ আমিনুল ইসলামের নেতৃত্বে কলেজের প্রশাসনে দুর্নীতি ও স্বজনপ্রীতির সংস্কৃতি জেঁকে বসেছে, যা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। অভিযোগ ওঠার পর তিনি পলাতক হন। প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয়, তবে তারা তীব্র আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।
স্থানীয়দের সাথে কথা হলে তারা জানায়, দামিহা উদয়ন কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ আমিনুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন আর্থিক ও অনিয়মের অভিযোগ রয়েছে। সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু’র এপিএস আমিরুল ইসলাম বাবলু নিয়ম বহির্ভ‚তভাবে দীর্ঘদিন যাবত অবৈধভাবে সভাপতির দায়িত্ব পালন করেছেন। সভাপতি আমিনুল ইসলাম বাবলু অত্র এলাকায় বসবাস না করেও অধ্যক্ষের সাথে যোগসাজশে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন।
অধ্যক্ষ ও সভাপতির ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কারণে শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণেœর পাশাপাশি অসন্তোষ তৈরি হচ্ছে কলেজের অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গদের মধ্যে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এমপি, ও নেতাকর্মীদের সাথে সক্ষমতা করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে অধ্যাক্ষ আমিনুল ইসলাম। বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। তাই তার পদত্যাগ ও তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের সাথে ফোনে কথা হলে তিনি বলেন, একটি চক্র তাকে সমাজে হেয় করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। আর চক্রটি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে এই বিক্ষোভের আয়োজন করেছে।